× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে জোড়াখুনসহ একাধিক মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর প্রতিনিধি ।

১১ আগস্ট ২০২৫, ১৫:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোড়াখুনসহ একাধিক মামলার আসামি আলগমীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (১১ আগষ্ট) ভোরে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কদু আলমগীর (৪২) কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের পুত্র। 

পুলিশ জানায়, ধৃত আসামি কদু আলমগীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বশিকপুর ইউনিয়নে নোমান-রাকিব হত্যাসহ অন্তত ২৩টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। 

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, ২০২৩ সালে বশিকপুরে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন রাকিব হত্যা, সম্প্রতি দত্তপাড়ায় সাংবাদিকদের উপর হামলাসহ তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। 

গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশসহ যৌথ বাহিনী তার বাড়ি ঘিরে ফেলে। পরে তাকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। 

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম জানান, শীর্ষ সন্ত্রাসী আলমগীর হোসেন প্রকাশ কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা রয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজিসহ কোনো ধরণের অপরাধীকে ছাড় দেওয়া হবে না। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.