পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ জনপদে বজ্রপাত নিরোধক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় তালগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং স্থানীয় কৃষক সংস্থা গুলোর অংশগ্রহণে বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।
পূর্ববড়ধামাই পিএফএস আউস কৃষক গ্রুপ ও শুকুবস্তি ফ্রিপ কৃষক গ্রুপের যৌথ আয়োজনে সরকারিপাড় জামে মসজিদ থেকে পূর্ববড়ধামাই পাঞ্জেখানা মসজিদ পর্যন্ত সড়কের দু’পাশে তালগাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ববড়ধামাই পিএফএস আউস কৃষক গ্রুপের সভাপতি মো. আজির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুয়েল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত ধর, শুকুবস্তি ফ্রিপ কৃষক গ্রুপের সভাপতি রমেশ এবং পূর্ববড়ধামাই কৃষক গ্রুপের সহ-সভাপতি আব্দুল খালিক প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, তালগাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না, এটি বজ্রপাত নিরোধক গাছ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তালগাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতন থাকার অঙ্গীকার করেছেন।