× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

সাইফুল ইসলাম বাবু ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ।

৩০ জুলাই ২০২৫, ১৬:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আগামী ১লা সেপ্টেম্বর থেকে সারা দেশের ন্যায় জৈন্তাপুরে টাইফয়েড কনজুগেড ভ্যাক্সিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০শে জুলাই) বেলা ১১:০০  ঘটিকায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের সভাকক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফএইচপিও) ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক।

সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ সুজয় চৌধুরী। এ সময় সভায় টাইফয়েড রোগ কি তা কিভাবে মানবদেহে আক্রান্ত হয়,এই রোগে কোন কোন ব্যাকটিরিয়া দ্বারা আক্রান্ত হয়,টাইফয়েড জ্বরের লক্ষণ সমূহ কি কি এসব বিষয় মূল প্রবন্ধে উপস্থাপন করা হয়। 

এ ছাড়াও টাইফয়েড জ্বরের প্রতিকার হিসেবে টিসিভি টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্য যেমন, টিকা প্রদানের মাধ্যমে এর প্রাদুর্ভাব কমানো, উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে টাইফয়েড রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করা ও টিকাদানের মাধ্যমে টাইফয়েড জ্বরের বিরুদ্ধে ওষুধ প্রতিরোধী সালমোনেলা টাইফি স্ট্রেনের বিস্তার এর হার কমিয়ে আনা বিষয়ে আলোচনা করা হয়। 

এ সময় সভার সভাপতি তার বক্তব্যে বলেন, আগামী ১লা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী টাইফয়েড রোগের টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন চলবে। তিনি বলেন টিকাদান কর্মসূচিতে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের সকল ছেলে মেয়েরা এই টিকা নিতে পারবে। এ জন্য এই বিষয়ে এখন থেকে সচেতনতা সৃষ্টি করতে ও টিকাদান সম্পর্কে কোন প্রকার গুজবে যেন কার্ণপাত না করা হয়, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। এদিকে টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, আলেম সমাজ, সুশীল সমাজ সহ গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাওয়া হয়।

এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মদিনাতুল উলুম খরিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফা (দাঃবাঃ), ইসলামি ফাউন্ডেশন জৈন্তাপুরের সহকারী পরিচালক মোক্তার হোসেন,সুপারভাইজার মাওলানা মনির উদ্দিন, সুশীলন জৈন্তাপুর শাখার কো-অর্ডিনেটর শেখ তরিকুজ্জামান,উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী আব্দুর রহমান সহ অন্যান্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.