× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি ।

৩০ জুলাই ২০২৫, ১৪:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জের কটিয়াদীতে বেথইর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মানসিক নির্যাতন, দুর্ব্যাবহার, স্বেচ্ছাচারীতা, দুর্ণীতি, অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একি স্কুলের সহকারী শিক্ষিকা ৷ 

বুধবার (৩০ জুলাই) সকালে কটিয়াদী পৌর সদরে একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়েছে৷ সম্মেলনে উপজেলার বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। 

একি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ তাহমিনা রহমান লিখিত বক্তব্যে বলেন,প্রধান শিক্ষক কতৃক মানসিক নির্যাতন, দুর্ব্যাবহার, বিদ্যালয় পরিচালনায় স্বেচ্ছাচারীতা, দুর্ণীতির অভিযোগের বিষয়ে গত ৩০ জুন ২০২৫ ইং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগপত্র দিয়েছি৷ এতে আমার পরিবার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা, অন্য শিক্ষকদের থেকে বেশি ক্লাস দেওয়া, চাকরি ছেড়ে দিতে এবং পদলির চাপ সৃষ্টি করে মানসিক নির্যাতন শুরু করেন।

এছাড়াও পারিবারিক ও রাজনৈতিক প্রভাবে আত্মীয়স্বজনদের মাধ্যমে গোপনে ম্যানেজিং কমিটি গঠন করা,,স্লিপ প্রনয়ণ দল ও সামাজিক নিরীক্ষা কমিটিতে স্বজনপ্রীতি করা হয়েছে৷ বিগত অর্থ -বছরগুলোতে বিদ্যালয় পরিচালনা ও উন্নয়ন বাজেটের সিংহভাগ টাকা স্লিপ না করে ভূয়া ভাউচারে মাধ্যমে উত্তোলন করেছেন। 

লিখিত বক্তব্যে তাহমিনা আরো বলেন, গত ২৩ জুলাই প্রাথমিক শিক্ষা অফিসার এ বিষয়ে তদন্তে আসলে পূর্বেই টের পেয়ে কিছু বিষয় তড়িঘড়ি ধামাচাপার চেষ্টা করা হয়৷ এলাকাবাসী, অভিভাবকরা শিক্ষা অফিসারকে অভিযোগ তুলে ধরেন৷ এতে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে তার নিজস্ব লোকজন দিয়ে মানববন্ধন করে নানান অপপ্রচার করা হয়েছে৷ আমার বাবা বিএনপি নেতার প্রভাব বিস্তারের ভিত্তিহীন কথা প্রচার হয়েছে৷ বরং প্রধান শিক্ষকের পরিবারে ফ্যাসিবাদের দোসর রয়েছে৷ আমি বিভাগীয় তদন্তের মাধ্যমে সমস্যা নিরসন চাই৷  

এসময় সংবাদ সম্মেলনে শিক্ষিকার স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাতেমা, সুমা আক্তার, উম্মে আইমন, শায়রিন প্রমুখ৷ এসময় সাংবাদিক সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷ 

অভিযোগের বিষয়ে বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিন জানান, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন আমার পরিবার জমি দিয়েছে। আমাদের অবদান রয়েছে৷ আমি স্কুলের সঠিক দায়িত্ব পালনে ওনাকে বলার কারণে ক্ষিপ্ত হয়ে এসব করে যাচ্ছেন৷ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.