জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালী পৌর শহরের এফপিএবিতে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ধারণ করেন।
ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ডাঃ সাইফুল আজম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটনসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন,সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাঃ ওমর ফারুক মসিহ্,ডাঃ আরাফাত হোসেন নিপু,ডাঃ রুবেল,ডাঃ তানভীর,ডাঃ মীর শহিদুল ইসলাম শাহীন,ডাঃ রেজাউর রহমানসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ স্মরণে ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই রক্তদান শুধু একটি স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নয়, এটি এক অর্থে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের সংগ্রামের প্রতীক।’