বাংলাদেশ জামায়াতে ইসলামী ( যুব বিভাগ) গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে যুব কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই ( বুধবার) বিকালে গাইবান্ধা জেলা দারুল আমান ট্রাষ্টে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম।
এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শ যুবক তৈরির সবচেয়ে বড় প্লাটফর্ম। মেধা ও নৈতিকতা আপনাদের বড় শক্তি। মানুষের উপকারে সব সময় আপনাদেরকে পাশে থাকতে হবে। যুবকরা একটি দেশের শ্রেষ্ঠ সম্পদ, ২৪শের জুলাই আন্দোলনে যুবকদের ভূমিকা বাংলাদেশের মানুষ চিরকাল মনে রাখবে। যুবকদের ঐক্যবদ্ধ সংগ্রামের কারনে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই আগামী নির্বাচনে আপনাদেরকে সজাগ থাকতে হবে।
সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ রাহুল ইসলাম রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ জহুরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মোঃ ফয়সাল কবির রানা, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ নুরুল ইসলাম মন্ডল, সেক্রেটারি মোঃ ওবায়দুল হক প্রমুখ।