× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বীরগঞ্জের মহাসড়কে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধি।

০২ জুলাই ২০২৫, ১৮:০৬ পিএম

ছবিঃ ষংগৃহীত।

দিনাজপুরের বীরগঞ্জে (ঢাকা টু পঞ্চগড়) মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি কার গাড়ি ও ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে ৫৪ হাজার ৫শত টাকা জরিমানা করেছে দিনাজপুর আর্মি ক্যাম্প সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও একাধিক মোটরসাইকেল, কার, মাইক্রো গাড়ী সহ ট্রাক চালকদের সতর্ক করেছেন।

বুধবার (০২ জুলাই) সকালে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে সড়কের নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক নিয়ম কার্যকর করতে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ রায়হান উদ্দিন।


তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ট্রাফিকের উপপরিদর্শক মোঃ মাইনুল ইসলাম এবং সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের একটি দল। যৌথ চেকপোস্ট অভিযানে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরিধান করা হয়েছে কি না, তা দেখেন। যাদের কাগজপত্র সঠিক ছিল না বা হেলমেট ছাড়া চলাচল করছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন যৌথবাহিনী।


এ অভিযানে হেলমেটবিহীন ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ১টি কার গাড়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং হেলমেট ও লাইসেন্স না থাকায় ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে ৪৪ হাজার ৫০০ টাকার মামলা দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.