× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামের সীমান্তঘেঁষা চরাঞ্চলের সাজিদুল ইসলাম প্রথমবারের মতো জায়গা পেলেন প্রশাসন ক্যাডারে

কুড়িগ্রাম প্রতিনিধি।

০২ জুলাই ২০২৫, ১৫:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের সীমান্তঘেঁষা রাজিবপুর উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মো. সাজিদুল ইসলাম দুলু।

৪৪তম বিসিএসে এ অনন্য সাফল্য অর্জন করে তিনি উপজেলার মানুষের মুখ উজ্জ্বল করেছেন। মো. সাজিদুল ইসলাম দুলু রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই (ফয়জাল মেম্বার পাড়া) গ্রামের সন্তান।

স্থানীয় পর্যায়ে তিনি যাদুরচর মডেল ডিগ্রি কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মেডিকেল কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন। দীর্ঘদিনের অধ্যবসায়, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই তার এই সাফল্যের মূল ভিত্তি। তার এই অর্জন শুধুমাত্র তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং গোটা রাজিবপুরের শিক্ষিত তরুণ সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দুলুর এই অর্জনে আনন্দিত ও গর্বিত। অনেকে বলছেন, তার এই কৃতিত্ব রাজিবপুরে প্রশাসনিক কাঠামোর প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ বিষয়ে মো. সাজিদুল ইসলাম দুলু সাংবাদিকদের  বলেন, “আমি কৃতজ্ঞ আমার পরিবার, শিক্ষাগুরু এবং যাদের সহযোগিতায় আজকের এই অবস্থানে আসতে পেরেছি। আমি চাই, আমার সাফল্য যেন ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখতে ও তা পূরণে সাহসী হতে সাহায্য করে।”

রাজিবপুরের মতো প্রত্যন্ত এলাুকায় থেকেও যে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দেশের সর্বোচ্চ সেবাক্ষেত্রে স্থান পাওয়া সম্ভব—দুলুর সাফল্য সেই বার্তাই বহন করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.