সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগের দিনের বলতে বহু বছর আগে ব্যবহার করা পুরানো জিপ গাড়ী উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষণ ও দেখার ( প্রদর্শন ) ব্যবস্থা করা হয়েছে। এখানে একটি ডাক বাক্সে সংরক্ষণ করে রাখা হয়েছে। যারাই দেখছেন তারাই এমন সংরক্ষণে প্রশংসা করছেন।
অতীতের এক সময় থানার ( এখন উপজেলা ) প্রশাসনিক দায়িত্বের কর্মকর্তা সিও , টিএনও সরকারী একটি জিপ গাড়ী ব্যবহার করতেন। সেটি এলাকার সবার কাছে ছিলো পরিচিত একটি গাড়ী।
এখন সব উপজেলাতেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) গণ আধুনিক উন্নত মানের সরকারী গাড়ী ব্যবহার করছেন। আগের দিনের ব্যবহৃত জিপ গাড়ী এখন দেখা যায় না।
উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে হলরুম ঘেষে উপজেলা প্রশাসন থেকে আগের দিনের সেই জিপ গাড়ী , এর দুটি চাকা লাগানো যন্ত্রাংশ ও একটি লাল রংয়ের ডাক বা´ সংরক্ষণ করে রাখা হয়েছে। জিপ গাড়ী আগে যে রংয়ের ছিল সেই রং করা হয়েছে। সেখানে বড় আকারের একটি ডাক বাক্সে নিজস্ব লাল রং করে এর পাশে রাখা হয়েছে। উপজেলায় বিভিন্ন দরকারে আসা অনেকেরই সংরক্ষণ করে রাখা এসব নজরে আসতে কিছুটা সময় নিয়ে ঘুরে ফিরে দেখছেন।
বদলগাছীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত উপজেলার মোহনপুর থেকে আসা আজাহার আলী ও সলঙ্গার আঃ রহিম বলেন আগের দিনে তারা তাদের ইউনিয়ন এলাকায় সেসময়ের টিএনওকে এমন জিপ গাড়ী নিয়ে সরকারী কাজে চলাচল করতে দেখেছেন। তাদের কথায় এটি সেই জিপ গাড়ী হবে। আর ডাক বা´ বিষয়ে বলেন আধুনিক উন্নত প্রযুক্তির যুগে চিঠি লিখে খবরাখবর নেওয়া হয় না। তাই ডাক বাক্সে বলতে গেলে চিঠি ফেলা হয় না। তবে আবার দুএকজন বিভিন্ন জায়গায় থাকা ডাক বাক্সে চিঠি ফেলে থাকেন।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন এগুলো ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছিলো। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ও সহযোগিতায় এ সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে।