× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ তিন দখলদারদের জরিমানা

মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

১৫ মে ২০২৫, ২০:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির রামগড় বাজারে স্বাভাবিক যান চলাচলের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলদারদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্প্রতিবার ১৫ মে বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

অভিযানকালে বাজারের প্রধান সড়কের পাশের দোকান ঘরগুলোর ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। এসময় রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অপরাধে মোঃ গিয়াস উদ্দিন কে এক হাজার, মোঃ সুফাত কে  এক হাজার ও অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে বাবুল ফার্মেসির মালিকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, যানবাহন ও জনসাধারনের স্বাভাবিক চলাচলের স্বার্থে  বাজারের প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করা হয় এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

এসময় রামগড় বাজার কমিটির নেতৃবৃন্দসহ  রামগড় থানার এসআই মো: আলীম ও তার ফোর্স নিরাপত্তার কাজে সহযোগিতায় ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.