"মানবতার পাশে রেডক্রস ও রেডক্রিসেন্ট " এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের সকল জেলা এবং সিরাজগঞ্জে ও ৮ই মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রেড ক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি'র প্রতিষ্ঠাতা মহতি জীন হেনরী ডুয়ান্ট ৮ মে-১৮২৮ খ্রিঃ জন্ম জন্ম গ্রহণ করেন। তার ১৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আয়োজনে, জেলা শহরের মাড়োয়ারি পট্রি চৌরাস্তা এরিয়ায় অবস্থিত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট অফিসের সন্মুখ পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড্ডয়ন করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং র্যালির নেতৃত্ব দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের অফিসে সন্মুখে এসে এক আলোচনা সভা করা হয়।
এসময়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মোঃ রবিউল আলম, কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম তাজ এবং যুব রেড়ক্রিসেন্ট সিরাজগঞ্জ ইউনিটের যুব প্রধান মোছাঃ শামিমা আক্তার শাপলাসহ যুব রেডক্রিসেন্ট দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব রেডক্রিসেন্ট সদস্য-সদস্যরা, স্বেচ্ছাসেবকগণ, শিক্ষকেরা র্যালিতে অংশ গ্রহণ করে ।