× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে কৃষি মেলার উদ্বোধন করলেন ডঃ মোঃ মোশাররফ হোসেন

সাইফুল ইসলাম বাবু ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ।

০৭ মে ২০২৫, ১৯:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জৈন্তাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার মেনেজমেন্ট প্রজেক্টের আওতায় কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৭ই মে) বিকেল ৪:০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়েছে। 

এ সময় প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডাঃ মোঃ মোশাররফ হোসেন ফিতা কেটে প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। 

পরে স্হানীয় কৃষক কৃষানীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তিনি কৃষকদের উদ্দেশ্যে  বক্তব্য রাখেন। 

এ সময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোস্তফা ইকবাল আজাদ। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,   উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, ভানু চন্দ্র নাথ,অরুণাংশ দাস,শোয়েব আহমদ, ইশতিয়াক আহমেদ, জাবেল খলিল চৌধুরী, সাহাবউদ্দিন, সানজিদা ইসরাত, মো সালেহ আহমদ, মামুনুর রশিদ, তামান্না আক্তার,খাদিজা সুলতানা জেরিন, হাবিবা বেগম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষক কৃষানীবৃন্দ।

এর আগে বিকেলে প্রধান অতিথি ডাঃ মোঃ মোশাররফ হোসেন ও উপ- পরিচালক মোস্তফা ইকবাল আজাদ জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এসে পৌছালে তাকে ফুল দিতে স্বাগত জানান উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ- সহকারী কৃষি কর্মকর্তা, কর্মচারীগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.