× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

০৭ মে ২০২৫, ১৪:৪৫ পিএম

ছবি : সংগৃহিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের সীমান্তের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ। তবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, ভোরে ওই চারজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই চারজনকে আটক করে। লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ওই চারজন দীর্ঘদিন ধরে হয়ত ভারতে শ্রমিক হিসেবে ছিলেন অথবা তারা চোরাকারবারিও হতে পারেন। এর মধ্যে তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “খবর পাওয়ার পরপর বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। দুপুরের মধ্যে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।” রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, “বিএসএফের হাতে চারজন আটকের খবর পাওয়ার পরপর তাদের পরিচয় জানতে এলাকায় খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু তাদের ব্যাপারে কেউ কিছু বলছে না।” তবে বিএসএফের হাতে আটক চারজনকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে ইউপি চেয়ারম্যান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.