× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে পান চাষীর স্বপ্নে কুঠারাঘাত, বরজ কেটে দিল দুর্বৃত্তরা

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

০৬ মে ২০২৫, ২০:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেলতৈল গ্রামে এক পান চাষীর বরজে দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা বরজে ঢুকে গাছ কেটে তা সম্পূর্ণ বিনষ্ট করে দেয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ভুক্তভোগী কৃষক ফজলুল হক।

ক্ষতিগ্রস্ত ফজলুল হক জানান, দীর্ঘ দশ বছর ধরে তিনি ৩৫ শতক জমিতে পান চাষ করে আসছেন। এ বরজ থেকেই প্রতিবছর তার আয় হয় ৪-৫ লাখ টাকা, যা দিয়ে চলে তার সংসার। কিছুদিন আগেই বরজ পরিচর্যায় তিনি দুই লাখ টাকা ব্যয় করেন এবং এবারই নতুন মৌসুমের পান উত্তোলন শুরু করেছিলেন।

তিনি বলেন, “সোমবার রাতে পান বাছাই করে ঘুমিয়ে পড়ি। সকালে ফজরের নামাজের পর বরজে গিয়ে দেখি, এক-তৃতীয়াংশ বরজ কেটে ফেলেছে কেউ। মাটিতে পড়ে আছে পান গাছগুলো। মাথায় যেন বাজ পড়লো।” এসময় কেটে ফেলা গাছ হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, “বেলতৈল গ্রামে গাছপালা কেটে ফেলার ঘটনা নতুন নয়। মাঝেমধ্যেই শত্রুতার জের ধরে এ ধরনের হামলা চালানো হয়। ফজলুল হক অত্যন্ত পরিশ্রমী একজন কৃষক, তার জীবিকা নির্ভর করে এই বরজের ওপর। এই ক্ষতি তার পক্ষে পুষিয়ে ওঠা কঠিন।”

স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করেন, আগেও বাগান ও গাছ কাটার ঘটনায় জড়িতরা চিহ্নিত হয়নি। এমনকি থানায় সাধারণ ডায়েরি বা মামলা করেও মিলেনি কোনও কার্যকর সমাধান।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.