নাটোর সদরের গোবিন্দপুর এলাকায় অটো চার্জার ভ্যান উল্টে খাদে পড়ে মোঃ ফেরদৌস (২৬) নামের বেসরকারি কোম্পানির এক বিপণন কর্মী নিহত হয়েছেন। আজ ৬ মে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস সিংড়া উপজেলার আয়াস গ্রামের মোঃ রাসেল এর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, আজ সকালে ফেরদৌস অটো চার্জার ভ্যানে করে সিংড়া উপজেলার চামারি থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে দশটার দিকে গোবিন্দপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটো চার্জার ভ্যানটি উল্টে পড়ে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।