× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে আগাম জাতের আম ও লিচু উঠছে বাজারে

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি।

০৬ মে ২০২৫, ১৭:২৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সিরাজগঞ্জের বিভিন্ন হাট-বাজারে আগাম জাতের আম ও লিচু উঠেছে। এ আগাম আম ও লিচু এখন বেশি দামে বিক্রি হচ্ছে। তবে প্রভাবশালী ক্রেতারাই এ ফল বেশি দামে কিনছে।

সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো এ আগাম জাতের আম লিচু ইতোমধ্যেই বাজারে উঠছে। বিশেষ করে শহর বন্দরে বিভিন্ন জাতের আম লিচু কেনাকাটা বেশি হচ্ছে। সিরাজগঞ্জ জেলা শহরের বড় বাজার, কালিবাড়ী, বাহিরগোলা, বাজার স্টেশন, চৌরাস্তা বিভিন্ন স্থানে ফলের দোকানে এখন চোখে পড়ার মতো। এসব দোকানে গোবিন্দভোগ নামের আম প্রতি কেজি ১৮০ টাকা থেকে ২’শ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া দেশি লিচু প্রতি শ ৩’শ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, বাজারে নতুন এসেছে আম ও লিচু। এ নতুন তেমন মিষ্টি না হলেও দাম চড়া। এ ফল কিনতে হচ্ছে ছেলে মেয়েদের জন্য। তবে এ বেশি দামের আম লিচু সাধারণ মানুষ তেমন কেনাকাটা করছে না।ফল ব্যবসায়ীরা জানান, এ নতুন ফল বাজারে এসেছে কয়েকদিন আগেই। দাম ও চাহিদা রয়েছে এলাকাভিত্তিক এবং অনেকেই নতুন ফল হিসেবে কেনাকাটাও করছে। মোকামে এ নতুন ফলের দাম বেশি থাকায় বাজারে দাম বেশি। এ কারণে সাধারণ মানুষ এ ফল কিনতে হিমশিম খাচ্ছে। অবশ্য প্রভাবশালীরা এ ফল কিনে নিচ্ছে হাসিমুখে।

এদিকে স্থানীয় আড়তদাররা বলছেন, আগাম আম, লিচু নামতে শুরু করেছে। বিশেষ করে এখন রাজশাহী, নওগাঁ, নবাবগঞ্জ, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে এ আগাম জাতের আম, লিচু আসছে। চাহিদার তুলনায় এ সরবরাহ এখন অনেকটাই কম এবং বাগান মালিকরা আম লিচুর দাম ছাড়ছে না। এ কারণে বাজারে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবশ্য আম লিচুর পুরো মৌসুম শুরু হলে এ অবস্থা থাকবে না বলে তারা উল্লেখ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.