মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধকারীদের টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ (৫ মে) বেলা ১১টার দিকে মুরাদপুরে সড়কে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দেয়। বেলা সোয়া ১টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
এর আগে মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে সারাদেশে অবরোধের ডাক দেয় আহলে সুন্নাত ওয়াল জমা’আত নামে সুন্নি আকিদাভিত্তিক একটি সংগঠন। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রামের নগরীর মুরাদপুর, অক্সিজেন মোড়, সল্টগোলা ক্রসিংসহ বিভিন্ন স্থানে সংগঠনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এসময় তারা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে সিডিএ অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অফিসমুখী যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
বেলা ১১টার দিকে মুরাদপুরে অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। মুরাদপুর এলাকা থেকে পুলিশ ১২ জনকে আটক করেছে বলে জানা গেছে। তবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার আঞ্চলিক মহাসড়কগুলোতেও অবরোধ করে রেখেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতাকর্মীরা। ফলে এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সিএমপির উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আছি। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় রইস হত্যার বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।