× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে বাংলাদেশী পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি.

২৫ এপ্রিল ২০২৫, ২৩:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় হতে এক বারকি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক শ্রমিকের নাম এখলাস উদ্দিন (২৭)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়াগাত্তি গ্রামের বিলাল উদ্দিনের পুত্র। ব্যক্তিগত জীবনে বিবাহিত এখলাস উদ্দিন এক পুত্র সন্তানের জনক। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪শে এপ্রিল)  ৪ নং বাংলা বাজার এলাকায় বালুঘাট হতে বারকি নৌকা যোগে সীমান্তবর্তী শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় পাথর সংগ্রহের উদ্দেশ্য যান তিনি সহ বেশ কয়েকটি বারকি নৌকার শ্রমিক। 
দুপুর ১:৩০ ঘটিকায় সীমান্তবর্তী পিলার ১২৮০/১এস এর নিকট ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সেখানে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া করলে পাথর শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে আসলেও এখলাস উদ্দিনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। 
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হক। তিনি বলেন, শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিএসএফ'র নিকট বিষয়টি জানতে চাইলে তারা আটক ব্যাক্তিকে ডাউকি পুলিশের নিকট হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সে ডাউকি পুলিশের হেফাজতে রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.