× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

২৪ এপ্রিল ২০২৫, ১৭:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

“দিন বদলের বইছে হাওয়া- নৈতিক শিক্ষায় প্রথম চাওয়া” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে “টেকসই উন্নয়ণ অভীষ্ট এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক এক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪'এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার প্রদীপ প্রজ্জ্বলনের  মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম - ৬ষ্ঠ পর্যায়ের উপ-প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক ,বরিশাল দেবাশীষ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল ইসলাম সজল, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক কাকলী রানী মজুমদার, উপ-পরিচালক (মাঠ সেবা) মদন চক্রবর্তী,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। 

এ ছাড়া কর্মশালায় অন্যাদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা জেলা মনিটরিং প্রতিনিধি অতুল চন্দ্র দাস,সদর উপজেলা মনিটরিং প্রতিনিধি উত্তম কুমার দাস, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা বাউফল উজলো কমিটির সাধারন সম্পাদক শিশু রঞ্জন পাল, সদর উপজেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক সমীর গাঙ্গুলী প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, মন্দিরে শিশুদের যেসকল নৈতিক শিক্ষা প্রদান করা হয় তা চরিত্র গঠনে উপযোগী ভুমিকা পালন করে। এছাড়া ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের মধ্যে নৈতিক বোধ সৃষ্টি করে। তাই এ শিক্ষা কার্যক্রমকে আরো জোরদার করে সামনের দিকে এগিযে নিতে হবে। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন দলে ভাগ হয়ে দিনব্যাপী নানা কার্যক্রমে অংশগ্রহন করেন জেলার ৮টি উপজেলার ৭৯টি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকেরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.