× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক টিপুর কারাদণ্ডে কয়রা সাংবাদিক ফোরামের তীব্র উদ্বেগ ও প্রতিবাদ

আবির হোসেন,কয়রা (খুলনা) প্রতিনিধি।

২৪ এপ্রিল ২০২৫, ১৬:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে প্রকৌশল বিভাগের কর্মকর্তার লাঞ্ছনার শিকার হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কয়রা সাংবাদিক ফোরাম। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার  সকালে কয়রা সাংবাদিক ফোরামের ভার্চুয়াল জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তারিক লিটু এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম রাশেদুজ্জামান হিরো। 

সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ দিপু এবং প্রচার সম্পাদক সুমাইয়া সুলতানা। তাঁরা সাংবাদিক টিপুর ওপর হামলা এবং পরবর্তীতে কারাদণ্ড দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন,মো.আব্দুল মান্নান,  জিল্লুর রহমান,আব্দুল্যাহ আল জুবায়ের,মো.কাজল,মো.সালাউদ্দিন,সোহরাব হোসেন,মাহফুজা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে লাঞ্ছিত ও সাজা প্রদান সাংবাদিকতার স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। এটা সাংবাদিকদের জন্য ভয়াবহ বার্তা।

সভায় জানানো হয়, গত ২২ এপ্রিল তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হয়ে রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেন।

ঘটনার পর সাংবাদিক টিপু বলেন, “আমি নির্মাণকাজের মান খারাপ হওয়ার অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে গিয়েছিলাম। তখন প্রকৌশলী মামুন আলম কোনো সহযোগিতা না করে উল্টো আমাকে মারধর করেন। আমি প্রতিরোধ করতে গেলে হাতাহাতি হয়।

কয়রা সাংবাদিক ফোরাম দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.