গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্টে হয়ে খাদেম হোসেন(৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (২৩ এপ্রিল) দুপুরে ইদিলপুর গ্রামের সোলায়মানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক খাদেম হোসেন ইদিলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ।
স্থানীয়রা জানায়,বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে খাদেম হোসেন বাড়ির নিকটে প্রতিবেশী সোলায়মানের ইরি ধানের জমি থেকে ধান কেটে কিছু ধান ঝরিয়ে গবাদি পশুর জন্য জমি থেকে কেটে নিয়ে আসে। সেই ধান মেশিন দিয়ে মাড়াই করার জন্য মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় খাদেম হোসেন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) তাজ উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।