পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাহিদের ওপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
আজ (২৩ এপ্রিল) বিকেলে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের দিকনির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ শেষে মিছিলটি শহরের রেলগেট থেকে বাজানে ১নং গেটে এই পথসভায় মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন
ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক মুস্তাফিজুর রহমান বিটু, উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ, পাকশী ইউনিয়ন ছাত্রদল নেতা সোহান কবীর, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আশিকুর রহমান মুন্না, সলিমপুর ইউনিয়ন ছাত্রদল নেতা অপু হোসেন, ইশ্বরদী পৌর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নাজমুল হাসান রিশাদ, পৌর ছাত্রদল নেতা সাগর হোসেন, ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ, তানজিদ আহমেদ রিমন। গোলাম রসূল সাগর, কলেজ ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক মাহমুদুল ইসলাম শাওন, কলেজ ছাত্রদল নেতা সিজান মোল্লা, কলেজ ছাত্রদল নেতা ওমর শেখ শান্ত, ছাত্রদল নেতার রুপতো, ছাত্রদল নেতা সাকিব আহমেদ প্রমুখ।