কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালির গর্জনতলি এলাকায় জাল নোট তৈরীর কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল নোট তৈরীর সরঞ্জামাদি এবং কাঁচামাল সহ দুইজন জন জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। আজ(২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক।
আটককৃত হলেন, চকরিয়ার উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ সুলতান (৫৪) ও ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৃত মীর আহমেদ এর ছেলে জাফর আলম (৩৩)।
র্যাব সূত্রে জানানো হয়, খুটাখালির গর্জনতলি এলাকায় জাল নোট তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করে মোঃ সুলতান ও জাফর আলম নামে ২ জন জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার সহ জাল নোট তৈরীর বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সুলতান এর বিরুদ্ধে ইতোপূর্বে জাল নোট তৈরীর ঘটনায় ০১টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-১৫।