× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাগেরহাট জেলা কমিটির মত-বিনিময়

কামরুজ্জামান শিমুল বাগেরহাট প্রতিনিধি ।

২৩ এপ্রিল ২০২৫, ১৮:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সারা দেশে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটেও মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাগেরহাট জেলা নব-নির্বাচিত কমিটি ও সদস্যদের সাথে মতবিনিময় সভা বুধবার (২৩ এপ্রিল) বিকালে বাগেরহাট সড়ক ও জনপদ কার্যালয়ের পাশ্ববর্তী কেন্দ্রীয় জেলা আঞ্চলিক সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রথমেই নব-নির্বাচিত বাগেরহাট জেলা কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন বাগেরহাট জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোঃ কে এ জামান। এ  সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ কে এম সাইফুর রহমান, সহ- সভাপতি রেজাউল করিম বুলবুল, মোঃ তাজুল ইসলাম, এ ছাড়া বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক মোজাফফর হোসেন মোজাম, শ্রমিক নেতা এসকেন্দার মল্লিক, মোঃ সাগর হাওলাদার, নয়ন, মোঃ মুসা শেখসহ বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেণ।

বক্তারা বলেন, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত। এ সংগঠন সকল শ্রমিক জনতাকে নিয়ে কাজ করে। বিগত স্বৈরাচারের আমলে অনেক শ্রমিক নেতা জেল, জুলুম, অত্যাচারের শিকার হয়ে সবকিছু হারিয়েছে। বর্তমানে ছাত্র জনতার আন্দোলন ও তারেক রহমানের নির্দেশনায়  স্বৈরাচার পতন হয়েছে। তাই সকল দূর্নীতি ও অপকর্ম রোধ করে সকল শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.