ফেনীর পরশুরামের পূর্ব অলকা মুন্সিবাড়ী সড়কটি অর্ধশত বছরেও পাকা হয়নি। সড়কটি দেখলে মনে হয় এটি চাষ করা কোন জমি। সড়কটিতে দুই শতাধিক পরিবারের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত মুন্সিবাড়ী সড়ক। আড়াই কি.মি দৈর্ঘ্যের সড়কটি দেশ স্বাধীনের ৫৪ বছরেও পাকা করা হয়নি। পূর্ব অলকা করিমের দোকান থেকে মুন্সিবাড়ি হয়ে কবিরের বাড়ি পর্যন্ত রাস্তার ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। কাঁচা সড়কটি দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। সাম্প্রতিক বন্যা ও ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের এখন বেহাল দশা।ব্যক্তি উদ্যোগে কিছু সড়কের অনেকগুলো খানাখন্দক ভরাট করা হলেও কয়েকদিন পরে আবারও সড়কটির পূর্বের দশা। যানবাহন তো দূরের কথা মানুষ চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।
সাবেক ইউপি সদস্য রাহেনা বেগম দাবি করেন, ১৯৯৮ সালে সড়কটির উন্নয়নে টেন্ডার হয়। তিনি প্রশ্ন তোলেন, ২৭ বছরেও কেন এটি পাকা হলো না?
সড়কটিতে শুষ্ক মৌসুমে বালু আর বর্ষা মৌসুমে থাকে হাটু পরিমাণ কাদা পানি। বৃদ্ধ মানুষ, অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের জন্য সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা প্রিয়লাল ঘোষ বলেন, সড়কটি নিয়ে আমরা অনেক কষ্টে আছি। প্রতিবছর আমাদেরকে আশা দেয়া হয়, হবে কিন্তু হয়না।এখন বর্ষা শুরু হয়েছে,আমরা কিভাবে চলাচল করবো।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন,সড়কটি উন্নয়নের জন্য প্রকল্প নেয়া হয়েছে। আশা করি দ্রুত কাজ হবে।