ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে স্থানীয় জমিজমা ও পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হাশেম (৫৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দূর্বৃত্তরা। নিহত আবুল হাশেম ওই গ্রামের আব্দুর শুক্কুরের পুত্র।
আজ (২২ এপ্রিল) ভোর ৬টায় চর চান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সড়কের ওপর মুখোশ পরা দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামে জমিজমা ও পারিবারিক আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘ দিন খুন হওয়া আবুল হোসেন গংদের সাথে একই গ্রামের বেলাল হোসেন গংদের দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। উভয়ের দ্বন্দ্বে গত ২ বছর আগে একই ভাবে কৃষক বেলাল হোসেনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়।
ওই মামলায় বেলাল হোসেনের পরিবারের করা হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন নিহত আবুল হাশেম। তিনি দীর্ঘ দিন এলাকা ছেড়ে পরিবার নিয়ে সোনাগাজী পৌর শহরে বসবাস করছিলেন। মঙ্গলবার ভোরে সোনাগাজী থেকে বাড়ি ফেরার পথে বোরকা পরা দূর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে চলে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে ফেনী নেওয়ার পথে মারা যান আবুল হাশেম।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। স্থানীয় এলাকায় জমিজমা নিয়ে আধিপত্যকে কেন্দ্র করে ঘটনা ঘটতে পারে। তবে দূর্বৃত্তদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।