চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পৃষ্ঠপোষকতায় সিডিএফএ–মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী আনোয়ারা ফুটবল একাডেমির টিম পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নগরীর একটি রেস্টুরেন্টে ফুটবল একাডেমির সভাপতি সোহেল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহেদকে চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক ইমরান এমিকে সম্পাদক ও ক্রীড়া সংগঠক মো. সাদ্দাম হোসেনকে ম্যানেজার করা হয়েছে।
এছাড়াও কো-চেয়ারম্যান পদে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান বুলবুল, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মহসিন পারভেজ, শাহেদুল আলম, সৈয়দ রাজীবুল হাসান রানা, আল-আকসা কর্পোরেশনের পরিচালক মো. আনাছ, সাংবাদিক সুমন শাহ ও জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজকে।
এছাড়াও সদস্য করা হয়েছে সাংবাদিক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর শাহেদ খান রিপন, হেলাল উদ্দিন পীর, আনোয়ারুল আজিম অনন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল আলম খান, মিনহাজুল আবেদিন, এনামুল হক, মো. সায়েম, আতাহার ইশরাক, মো. রাসেলকে। কোচ হিসেবে ফুটবলার আমিন ফারুক টিম পরিচালনা করবেন।