নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে (১৪ বিজিবি)।
আজ (২২ এপ্রিল) ভোরে উপজেলার সীমান্তবর্তী এলাকা চকিলাম গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও জানান, উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল মমিনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬৫/১-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে চকিলাম গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের কারণে মাদকদ্রব্য ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পত্নীতলা (১৪ ব্যাটালিয়ন) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সীমান্তে গরু, মাদক পাচারসহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।