× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছয় দফা দাবিতে নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীদের তালা ঝুলিয়ে বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধি।

২২ এপ্রিল ২০২৫, ১৭:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ছয় দফা দাবিতে রাজশাহী বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের মূল ফটকগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এই কর্মসূচি পালন করে তারা।

জানা গেছে, এদিন দুপুর ১২টার দিকে ইন্সটিটিউট ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। দাবি আদায়ে তাঁরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো ক্যাম্পাস চত্বর। “দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”, “কুমিল্লায় হামলা কেন? জবাব চাই”, “নাটকীয় মিটিংয়ের কারণ কী?”, “এসি রুমের বৈঠক আর নয়”, “পলিটেকনিক এক হও”—এইসব স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা।

নওগাঁ পলিটেকনিকের শিক্ষার্থী তৌশিক সিদ্দিকী সাব্বির জানান, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদা কর্মসূচি ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় আজ নওগাঁতে এই তালা ঝুলানোর কর্মসূচি পালন করা হয়েছে। তিনি বলেন, ‘এই তালা অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেওয়া হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এর আগে শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রকৌশলী মোহা. আব্দুর রকিবের কক্ষে গিয়ে আন্দোলনে তাঁর অবস্থান জানতে চান। অধ্যক্ষ মৌখিকভাবে আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করলেও সরাসরি আন্দোলনে যুক্ত হওয়ার বিষয়টি এড়িয়ে যান। তিনি ২০ মিনিট সময় নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন, তবে শেষ পর্যন্ত আন্দোলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান।

অধ্যক্ষের নির্লিপ্ত অবস্থানে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ তালা খোলা হবে না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.