× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীন মৈত্রী হাসপাতালের স্থান পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

২২ এপ্রিল ২০২৫, ১৭:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

চীনের অর্থায়নে চীন মৈত্রী হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নীলফামারীতে স্থান পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ। এ সময় নীলফামারীতেই চীনের তৈরি হাসপাতাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। 

আজ (২২ এপ্রিল) সকালে নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ বলেন, ‘উপদেষ্টাদের কথা অনুযায়ী রংপুরের আশপাশে যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এর পরেই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুতই এই জায়গার রিপোর্ট আমাদেরকে পাঠান। আমরা এই জায়গা পরিদর্শন করলাম এবং এই জায়গার সার্বিক দিক বিবেচনা করে আমরা অনেকটা পজেটিভ স্থানে আছি। কারণ জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেনি। ফেসবুকে যা লেখালেখি চলতেছে এসব নিয়া চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চীন সরকারের প্রস্তাবিত একহাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই স্থানেই হবে।’

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ভৌগোলিক ও যোগাযোগ দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দের জায়গা এটি, অস্বীকার করার কোনো উপায় নেই। উপদেষ্টা আমাদেরকে জানিয়েছিলেন ১০ থেকে ১২ একর জায়গায় কথা কিন্তু আমরা এখানে এসে দেখলাম এখানে ২০ থেকে ২৫ একর জায়গা রয়েছে। অতএব আমরা এখানে আরও সুন্দরভাবে আমাদের কাজ পরিচালনা করতে পারব।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, নিরাপত্তার দিক থেকে আমরা জানি যে উত্তর বঙ্গের মানুষ আচার-আচরণের দিক থেকে ভালো এবং পাশেই বিমানবন্দর রয়েছে এবং সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, সব দিক থেকেই যদি আমি বিবেচনা করে বলি, তাহলে এটি আমাদের প্রথম পছন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর হোসেনসহ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.