× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোঃ কামাল উদ্দিন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি।

২২ এপ্রিল ২০২৫, ১৭:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫)। তিনি পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মুহাম্মদ উল্লাহর পুত্র। নিহতের স্বজনেরা জানান, গত দুমাস ধরে আবু তালেব মগনামা পশ্চিম বাজার পাড়ায় আব্দু ছালামের পাকা বাড়ি  নির্মাণের কাজ করেন ।

সকাল থেকে নির্মাণাধীন বাড়িতে ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। এসময় অসাবধান বশত বিদ্যুতের তারে জড়ান তিনি। এ সময় কাজে নিয়োজিত অন্য শ্রমিকেরা তাকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মোকতার আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.