× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি।

২২ এপ্রিল ২০২৫, ১৭:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে চিন্তা করে ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে  ১৮তম বিশ্ব  অটিজম সচেতনতা দিবস পালন করা হচ্ছে।

আজ (২২ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকল দশটায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কিশোরগঞ্জ এর যৌথ আয়োজনে  সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়। পরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব কামরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ও (যুগ্ম সচিব) ফৌজিয়া খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী , সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা , সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, অটিস্টিক শিশুদের অভিভাবকবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ, সুধীবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন সভায় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন ছেলেদের মধ্যে মেয়েদের তুলনায় চারগুণ বেশি অটিজম শনাক্ত হয়।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস শুধুমাত্র একটি দিবস নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই দিনে সবাই মিলে অটিজম আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালে এই শিশুদের একটি সুস্থ, স্বাভাবিক জীবনদান সম্ভব। 

উল্লেখ্য ,প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর ওই সময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় আজ ২২ এপ্রিল সারা দেশের ন্যায়  কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.