× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।

২১ এপ্রিল ২০২৫, ১৯:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় রোববার (২০ এপ্রিল) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও তাঁতীলীগের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী পৌরএলাকার উত্তর সুজাপুর গ্রামের সৈয়দ জাহিরুল হকের ছেলে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাইফুল ইসলাম কাজী (৪৪), শিবনগর ইউনিয়নের গঙ্গ প্রসাদ আলুরডাঙ্গা গ্রামের মৃত বাসুদেব প্রসাদের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি জগদীশ প্রসাদ (৪৫) ও কাজিহাল ইউনিয়নের বাজনাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান (৩৩।


আওয়ামী লীগের তিনজন নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনায় বিষ্ফোরক আইনে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করে আজ সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আদারতে সোপর্দ করা হয়েছে। 


উল্লেখ্য, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.