গোপালগঞ্জ সদর উপজেলায় দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৫ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ (২১ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান, গোালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেবগাতুল্যাহ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাগণ ৭৫ জন কার্ডধারী মৎস্যজীবীর হাতে এ বকনা বাছুর তুলে দেন। সদর উপজেলার ৩ হাজার ১৬৯ জন কার্ডধারী মৎস্যজীবী রয়েছে। তন্মধ্যে ১৫০ জনের তালিকা তৈরি করা হলেও প্রথম ধাপে ৭৫ জনকে বকনা বাছুর দেওয়া হয়েছে। বিতরণকৃত প্রতিটি বকনা বাছুরের ওজন আনুমানিক প্রায় ৮০ থেকে ১’শ কেজির মধ্যে রয়েছে। তবে পরবর্তীতে আরো বরাদ্দ পাওয়া গেলে বাকী আরো ৭৫ জনকেও বকনা বাছুর দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।