বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার সক্রিয় কর্মী, জুলাই আগস্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিতের দাবীতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ এপ্রিল) দুপুর ১২ টায় আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে কলেজ ছাত্রদলের ২ শতাধিক নেতা কর্মীরা অংশ নেয়। কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিন আজমেদ এর সভাপতিত্বে ও ছাত্রনেতা এস এম তালাল আল কামা বায়েজিদ এর সঞ্চালনায় যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সুজন মিয়া, ছাত্রনেতা আজমাইনী মাহতাব আদিব, পিয়াস আহমেদ, সাইদী সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কলেজ ছাত্রদলের ছাত্রনেতা মামুন আহমেদ, হৃদয় আহমেদ, তাওহীদুল ইসলাম, তৌহিক সিদ্দিকী, হাসেম মাহমুদ সহ কলেজের ২ শতাধিক শিক্ষার্থী ও ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।