× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

মো. সেলিম মিয়া, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।

২১ এপ্রিল ২০২৫, ১৭:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বৈষম্য বিরোধী আন্দোলনের বিস্ফোরক মামলার আসামী, উপজেলা কৃষকলীগের সাবেক দপ্তর সম্পাদক ও ৬নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদলের অপসারণের দাবীতে মানববন্ধন হয়েছে।  সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টায় ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কে ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। পরে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জয়নাল আবেদীন বাদল গত ঈদুল ফিতরের পূর্বে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেন। বিতরণকৃত চাউল থেকে ২৬ বস্তা (১৩০০ কেজি) অবৈধভাবে বিক্রি করে দেন। বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

মামলা নং ৮ (১২) ২০২৪ই, আসামী নং ৯৫। ৪ আগস্ট ফুলবাড়ীয়া ছাত্র-জনতার আন্দোলনে তিনি এবং তাহার সহোদর ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব স্বশরীরে আন্দোলনের বিরুদ্ধে অংশগ্রহণ করে এবং অর্থ যোগান দেন। ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয় অংশগ্রহণ করেন। ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নামীয় ফুলবাড়ীয়া পৌরসভার ভিতরে ০.৪১৯ শতাংশ জমি আত্মসৎ করার অভিযোগ জেলা প্রশাসকের বরাবর দেওয়া আছে, যা তদন্তাধীন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিয়নের সাধারণ জনগণ অবৈধ চেয়ারম্যান, ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা জয়নাল আবেদীন বাদল চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারণ দাবী করেন।

ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব এর সভাপতিত্বে ইউনিয়ন উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক কুদরতি ই কামাল উজ্জ্বল সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সহ সভাপতি কামরুজ্জামান মীর আজাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহŸায়ক ও ৬ নং ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক প্রভাষক শামীম মল্লিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন রবিন, উজ্জল ফরাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেছ, আঃ কুদ্দুস, কবির হোসেন, আঃ রউফ, আঃ আলিম প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.