ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্রোমা ইন মিডওয়াইফারি কোর্স ডিগ্রী সমমান করার দাবিতে রংপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ(২১ এপ্রিল) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত নগরীর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন নগরীর সরকারি বেসরকারি নার্সিং ইন্সটিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী।
এসময় তারা দাবি আদাযে নানা ধরণের শ্লোগান দেন। রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থী ফাতিমা স্নেহা নার্সিং কলেজের শিক্ষার্থী সজিব আহমেদ,স্মার্ট লিভিং নার্সিং কলেজের ফিরোজ কবির, মেডিহেল্প নার্সিং কলেছের বাদশা সরকার, নর্দান নার্সিং ইন্সটিটিউটের মো. শোয়েব প্রমুখ।
বক্তারা বলেন, আমরা ইন্টারমিডিয়েট পাশের পর তিনবছরের কোর্স সম্পন্ন করি। কিন্তু আমাদের ডিগ্রী সমমান করা হয় নি। এতে আমরা চাকরিতে পিছিয়ে যাচ্ছি। এছাড়াও আমরা জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছি। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। পরে দাবি আদায়ে তারা স্মারকলিটি প্রদান করেন ডিসির কাছে।