প্রাইম ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ও ছাত্রদল নেতা মো. পারভেজকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
আজ রোববার (২১ এপ্রিল) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজের বিভিন্ন ভবন প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বক্তারা অভিযোগ করেন, মো. পারভেজকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা আরও বলেন, “বর্তমান সরকার ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট করে একের পর এক গুম, খুন ও হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিরীহ ও নিরস্ত্র ছাত্রদল কর্মী পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।”
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশব্যাপী ছাত্রদলের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, মো. পারভেজ প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। গত সপ্তাহে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তার মৃত্যুতে দেশব্যাপী ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে ছাত্রদল দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে।