× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবির দ্বিতল ভবনে লিফট স্থাপন: শিক্ষার্থীদের ক্ষোভ

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি ।

২০ এপ্রিল ২০২৫, ২০:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি মাত্র দ্বিতল ভবনে লিফট স্থাপনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো আবাসন সুবিধা নেই, এমন বাস্তবতায় মাত্র দুটি তলার জন্য লিফট স্থাপন অপ্রয়োজনীয় ও অপচয় ছাড়া কিছু নয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, “বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা-যাওয়ার কষ্ট করে ক্লাস করে। কোনো আবাসিক সুবিধা নেই, নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা বা রিডিং রুম, অথচ শুধু দুই তলার জন্য লিফট বসানো হচ্ছে। এটি দৃষ্টিকটূ এবং অগ্রাধিকার বোধহীনতার পরিচায়ক।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিঠুন মিয়া বলেন, "ভবনের ঐতিহাসিক স্বাতন্ত্র্যতা ও শৈল্পিকতা দুটোই হারালো। অথচ ভবন টা মোটে ২ তলা, এরকম সিদ্ধান্ত নিলেও পারত।"

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তাকরিম আহমেদ বলেন, "পৃথিবীতে আর কোথাও এরকম দুই তলায় উঠবার লিফট আছে কি-না জানা নেই। যাই হোক, এইটা নাকি সাবেক ভিসি সাদেকা হালিমের আমলে বাজেট পাশ করা। শুনলাম এইটুক। বাজেট পাশ হোক আর যাই হোক। এই টাকাটা অন্য খাতেও খরচ করা যেতো।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “এটা কয়েক বছর আগের একটা প্রজেক্ট। আমরা এটার অনুমোদন দেইনি। তবে আমরা চেয়েছিলাম লিফটের টাকাটা অন্য জায়গায় ব্যবহার করতে। কিন্তু পরে জানতে পারি যে, এ টাকা অন্য খাতে ব্যবহার করা যাবে না। তাই ভেবেছি, যেহেতু টাকাটা ব্যবহার করা যাচ্ছে না, কাজটা শেষ হয়ে যাক।”

তিনি আরও বলেন, “আমাদের আসলে লিফটের দরকার নেই। আমি নিজেও বাসার চার তলায় লিফট ছাড়াই উঠি। তবে মাঝে মাঝে অনেক অতিথি আসেন, যাদের শারীরিক প্রতিবন্ধকতা থাকে, তারা ওপরের তলায় উঠতে পারেন না—এই বিষয়টিও আমাদের বিবেচনায় রাখতে হয়।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.