মাদারীপুরের কালকিনিতে ৬৫ বছর বয়সের এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলা টিএন্ডটি অফিসের পাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সার্বিক সহযোগীতায় ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। তবে ওই মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানাগেছে, অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারী গত দুইদিন ধরে হাসপাতাল এলাকার আশপাশ দিয়ে ঘোরা ফেরা করছিল। কিন্তু আজ রোববার বিকালে হঠাৎ করে ওই মহিলার লাশ একটি দোকানের সামনে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সদস্য খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করেন।
উপজেলা ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা খোকন জানান, আমরা স্থানীয় লোকজনদের কাছ থেকে জেনেছি, ওই মহিলা খুব অসুস্থ ছিল। অসুখে মারা গেছে। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন পরিচয়হীন।