× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৯:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

চলতি মাসের ১৪ এপ্রিল সোমবার রাতে পাঁচবিবি পৌর সুপার মার্কেটের নিউ গার্মেন্টস এন্ড ক্লোথ ষ্টোরে রাজনৈতিক সহকর্মীদের সাথে নিয়ে আড্ডা দেওয়ার সময় জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক তরুণ ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল কে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে নৃশংস হামলার ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, তার স্বামী রাসেল দেওয়ান ও অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবীতে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২০ এপ্রিল) রোববার বিকেলে পাঁচবিবি থানা ও পৌর বিএনপির আয়োজনে একটি বিশাল মিছিল রেলওয়ে ষ্টেশনের পূর্ব পাশে বরগাহাটি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জয়পুরহাট - হিলি সড়কের পাঁচমাথায় বিক্ষোভ সভায় মিলিত হয়।

যুবনেতা লিটন ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন মন্ডল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এসএম মাসুম মিয়া, পৌর যুবদলের তরুন নেতা হারুনুর রশিদ দোয়েল,  পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরছালিন, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নুরুল্লাহ প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন  বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা শামীমের উপর হামলার মুল পরিকল্পনাকারী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামী রাসেল দেওয়ান সহ এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের  অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.