× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে প্লাষ্টিক-পলিথিন দুষণ প্রতিরোধ গণশুনানি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৭:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রামপালে প্লাষ্টিক ও পলিথিনের দুষণ প্রতিরোধ সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গদের নিয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

উপজেলা ইয়োথ ফোরামের সমন্বয়ক এম, আর সিফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অথিতির বক্তব্য দেন, রামপাল থানার ওসি আতিকুর রহমান, বিশেষ অথিতির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি পরিবেশবিদ এম, এ সবুর রানা, মোহাম্মদ আলী, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রূপান্তরের প্রতিনিধি খন্দকার জিলানী হোসেন, ইয়োথ ফোরামের প্রান্ত বাচাড়, শেখ রাসেল, শের আলী, মিম বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবনের পরিবেশ প্রতিবেশ নষ্ট করছে, প্লাষ্টিক, পলিথিন ও কারেন্ট জাল।পলিথিন ও প্লাষ্টিক বর্জ্য নদী, খাল ও জলাশয়ে নিক্ষেপের ফলে জোয়ার ভাটার প্লাবনে ওই প্লাষ্টিক আটকে থাকছে সুন্দরবনের কোলে। মাইক্রো প্লাষ্টিক কণা প্রবাহিত হয়ে চরম দুষণ বাড়াছে বনের মাটি ও পানির। ফলে সুন্দরবনের উৎপাদনশীলতা কমে যাচ্ছে। পানি ও মাটি দুষণে নেতিবাচক প্রভাব পড়ছে বনের গাছপালা, বন্যপ্রাণী ও জলজ প্রাণীর উপর।

উপরন্তু অবৈধ কারেন্ট জালের ব্যবহার বনজ ও জলজ প্রাণীর জীবন চক্রে হুমকি সৃষ্টি করছে। এর ফলশ্রুতিতে সুন্দরবন সংলগ্ন লক্ষ লক্ষ মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে এবং দুর্যোগকালীন সময়ে ঝুকি বৃদ্ধি পাচ্ছে। সুতারং পলিথিন ব্যবহার কমিয়ে এনে প্রাণ-প্রকৃতি ও সুন্দরবনকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।  এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.