পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের পাকুরিয়া ডিগ্রীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা কালে এ অস্ত্র উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি ঈশ্বরদী-পাবনা সড়কের পাশে সন্দেহজনকভাবে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। তবে পুলিশ উপস্থিত হওয়ার আগেই তারা পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে সড়কের পাশের একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্রটি লোহার তৈরি এবং তাতে ‘বারমা’ লেখা রয়েছে।
রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, 'আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।