× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪৮ ঘন্টা পর নওগা থেকে হত্যার আসামী গ্ৰেফতার

রাজশাহী ব্যুরো।

১৯ এপ্রিল ২০২৫, ১৮:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহীতে ইফটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে আকরাম হোসেন নামের এক ব্যক্তি খুন হন গত ১৬ এপ্রিল রাতে। নগরীর তালাইমারি এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে গত ১৭/০৪/২০২৫ ইং তারিখে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় ৭ জনকে এজাহার নামীয় ও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫/৮৬। উক্ত মামলার আসামীরা হলেন, মোঃ নান্টু (২৮), পিতা- মোঃ কালু মিয়া, মোঃবিশাল (২৮), পিতা- মৃতঃ রতন মিয়া, মোঃ খোকন মিয়া (২৮) পিতা-মৃতঃ আঃ সাত্তার, মোঃ তাসিন হোসেন (২৫), পিতা- মোঃ শাহিন, মোঃ অমি (২৫), পিতা- অজ্ঞাত, মোঃ নাহিদ, পিতা- জামাল, মোঃ শিশির (২০), পিতা- মোঃ পিরু। প্রত্যেক আসামীরা বাড়ি নগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায়।
হত্যা মামলার আসামীর মধ্যে নান্টু ও খোকন মিয়া (২৮) র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল শনিবার (১৮ এপ্রিল) নওগাঁ সদর থানাধীন রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১ নং এজাহার নামীয় আসামী মোঃ নান্টু ও ৩ নং আসামী মোঃ খোকন মিয়াকে গ্রেফতার করে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ভিকটিম মৃত আকরাম হোসেন (৫২) পেশায় একজন বাস ড্রাইভার। আসামীরা একই এলাকার বাসিন্দা। ভিকটিমের মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ঘটনার দিন সময় বিকাল ০৪.৩০ ঘটিকায় ভিকটিমের মেয়ে প্রাইভেট পড়া শেষ করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারি শহিদ মিনার এলাকায় অটোরিকশা থেকে নেমে বাসায় যাওয়ার পথে আসামী নান্টু ও তার সহযোগীরা তাকে উত্ত্যক্ত করার পাশাপাশি গালিগালাজ করে। ভিকটিমের মেয়ে বিষয়টি তার বাবা আকরাম হোসেনকে জানান। আকরাম হোসেন বিষয়টির প্রতিবাদ করতে গেলে গত-১৬/০৪/২০২৫ তারিখ রাত্রী আনুমানিক ১০:০৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারি শহিদ মিনার সাকিনস্থ এলাকায় আসামীরা আকরামের উপর লোহার রড, বাশের লাঠি, কাঠের লাকরি ও আস্ত ইট দিয়ে হামলা চালায়। আহতবস্থায় আকরামকে স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরামকে মৃত ঘোষণা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.