× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার

এস এম ওয়লিদুজ্জামান শুভ, ঢাকা ।

১৯ এপ্রিল ২০২৫, ১৭:৪৬ পিএম । আপডেটঃ ১৯ এপ্রিল ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম এর উদ্যোগে আজ (১৯ এপ্রিল ২০২৫) নিজস্ব অডিটোরিয়ামে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ শাহ আলম (রেসিডেন্সিয়াল অফিসার)। সভায় উপস্থিত ছিলেন  মোঃ শাহজাহান মিয়া( প্রশাসনিক কর্মকর্তা ) সহ অন্যান্য  প্রশিক্ষকগণ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডাঃ রথীন্দ্রনাথ সরকার পাবলিক হেলথ বিশেষজ্ঞ হিসেবে ডেঙ্গু সচেতনতা সম্বন্ধে আলোচনা করেন। উনি চিকিৎসা সহ  ডেঙ্গু প্রতিরোধের জন্য করণীয় এর উপর গুরুত্ব দেন। দ্রুত রোগ সনাক্ত ও ভ্যাকসিনেশনের ব্যাপারেও আলোচনা করেন তিনি। উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল এন্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারি বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ গোকুল চাঁদ কুন্ডু দন্ত সুরক্ষায় মুখের ক্যান্সার সনাক্ত ও প্রতিরোধের উপর গুরুত্ব দেন। পান, তামাক, সুপারি, জর্দা, সাদা পাতা, গুল সহ অন্যান্য তামাক জাতীয় পণ্য পরিহারের কথা বলেন।

একই সাথে ওরাল হেলথ হাইজিন মেইনটেইন সহ তিন থেকে ছয় মাস পর পর দন্ত চিকিৎসক দ্বারা মুখ ও দাঁতের সুস্থতার জন্য ফলোআপ চেকআপ করার কথা বলেন। এনফোর্ডস বাংলাদেশ লিমিটেড মেডি প্লাস এর রিজিওনাল সেলফ ম্যানেজার মোঃ মজনুর রহমান টুথপেস্ট, ব্রাশ ও ব্রাশ করার সঠিক নিয়ম এর পোস্টার উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে মেডিপ্লাস এর পক্ষ থেকে ৩০০ জন নবিন নাবিক কে সৌজন্য স্মারক হিসেবে টুথপেস্ট প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.