চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২০২৪-২৫ইং অর্থবছরে কৃষি পূনর্বাসন খাতের আওতায় আউশ ধান (উফশী) উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ (১৭ এপ্রিল) দুপুরে বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উপলক্ষে রাঙ্গুনিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার গোলাম আজম সুমন প্রমুখ। শেষে ৩০০ জন কৃষকের প্রতিজনকে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে টিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।