জামালপুরে বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা সহ মোঃ মোজাফফর পোদ্দার(৪০) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার মাদক বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে বৃহস্পতিবার(১৭ এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: নাজমুস সাকিব।
তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করছে জামালপুর ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১ টায় এসআই মোঃ আব্দুল্লাহ আল আজাদ, এসআই মোঃ এহসানুল হক, এসআই মোঃ আব্দুল মতিন এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল অভিযান পরিচালনা করে মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের চর ঘোষেরপাড়া গ্রামে মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মেলান্দহ উপজেলার কুরমান পোদ্দারের ছেলে মোঃ মোজাফফর পোদ্দার(৪০) কে গ্রেফতার করে। তিনি আরো জানান, জামালপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।