বিশেষ অভিযানে নকল স্বর্ণের বার সহ সাদা মিয়া@ শহিদ(৩৫) ও আহম্মদ আলী @ নহু (৫০) নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: নাজমুস সাকিব।
তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করছে জামালপুর ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আব্দুল আউয়াল, এসআই মোঃ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে বুধবার দুপুর ২ টা ২০ মিনিটে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজারে তোফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে জামালপুর টু সরিষাবাড়ি গামী পাকা রাস্তার উপর হইতে ২ টি নকল স্বর্ণের বার উদ্ধার ও মেলান্দহ উপজেলার বাইনাবাড়ী শিরিরঘাট সরকার বাড়ী গ্রামের মরহুম চান মিয়ার ছেলে সাদা মিয়া@ শহিদ(৩৫) কাজাইকাটা (খা পাড়া) গ্রামের ইউসুফ আলীর ছেলে আহম্মদ আলী @ নহু (৫০)কে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । জামালপুর ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।