শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
বুধবার(১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা উপজেলার গোবিন্দনগর,ছয়আনীপাড়া,রাবার ড্যাম,চারআনী পাড়া,বালুয়াকান্দা পাড়া ও শিমুলতলা এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২০টি ড্রেজার অপসারণ করা হয় ও অসংখ্য বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়। একজনকে এক লাখ অর্থদন্ডে দন্ডিত করা হয়৷এছাড়াও বালু উত্তোলনের কাজে ১৮টি বালুর মাচা ধ্বংস করা হয়৷ উপজেলার বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক ব্যানারও স্থাপন করা হয়।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, ইজারা বহির্ভূত স্থান ও নদীর পাড় ভেঙ্গে বালু উত্তোলন করার কারনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০২৩ অনুসারে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা সহ থানা পুলিশ, ব্যাটেলিয়েন আনসারসহ ইউএনও ও ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।