ময়মনসিংহের ভালুকায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় রইজান খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। উপজেলার রাংচাপড়া এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে বুধবার (১৬ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত রইজান খাতুন ভালুকা পৌরসভার ৫নম্বর ওয়ার্ড গ্যাসলাইন এলাকার বাসিন্দা মরহুম মনু বেপারীর মেয়ে। তিনি পৌর এলাকায় গৃহকর্মীর কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল রইজান খাতুনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক রাফসানও আহত হন।আহত হয়েও তিনি পালিয়ে যায়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ রয়েছে এবং চালক রাফসানও আহত হয়েছেন। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি বলেও জানান ওসি।
এম এ কালাম